Wellcome to National Portal

~ জেলা সমবায় কার্যালয়, রাজশাহী এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম ~

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নির্বাচন সংক্রান্ত

সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০১৩) এর ১৮(৩)(৪) ধারা অনুযায়ী প্রতিটি সমবায় সমিতিতে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। নিবন্ধনের সময় নিবন্ধক কর্তৃক নিয়োগকৃত প্রথম ব্যবস্থাপনা কমিটির মেয়াদ ২ বছর ও নবনিবন্ধিত সমবায় সমিতি ব্যতীত অন্যান্য ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটির মেয়াদ ৩ বছর। প্রতিটি সমবায় সমিতির বিদ্যমান ব্যবস্থাপনা কমিটির মেয়াদ পূর্তির পূর্বে পরবর্তী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন ও দায়িত্ব হস্তান্তর করতে হয়। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০১৩) এর ১৮(৫) ধারায় অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করা হয়।

রাজশাহী জেলার মোট ১৩৮২টি কার্যকর সমবায় সমিতির মধ্যে ২০২৩-২০২৪ অর্থ বছরে নির্বাচনযোগ্য সমিতির সংখ্যা ২৪১। প্রস্তুতকৃত নির্বাচনী ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি/২০২৪ পর্যন্ত নির্বাচনযোগ্য সমবায় সমিতির সংখ্যা ছিল ৮৫ টি। তন্মধ্যে ৭১টি সমবায় সমিতিতে নির্বাচন অনুষ্ঠিত রয়েছে ও ৪৯ টি সমিতিতে অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। অবশিষ্ট ১টি সমিতির নিবন্ধন বাতিল হয়েছে ।

# সমবায় করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি #